মার্কেটিং এমন একটা টপিক যেটা ছোট বড় আর সব পেশার মানুষের ই দরকার হয়। তো টাইটেল যার চোখে পড়তেছে টিউন টা তার জন্য ও গুরুত্বপুর্ন। আসেন শুরু করা যাক।
মার্কেটিং কি ?
মার্কেটিং হল পণ্য বা সেবা উত্পাদন করা, বিপণন করা এবং বিক্রয় করা পদক্ষেপের মাধ্যমে গ্রাহকদের জন্য মূল্য সৃষ্টি করার একটি পদ্ধতি। এটি স্বতন্ত্র বা কোম্পানির একটি সম্পূর্ণ পরিচালিত অংশ হতে পারে বা উত্পাদক ও বিক্রেতাদের সাথে সম্পৃক্ত হতে পারে। এর মাধ্যমে কোম্পানিগুলি আপনাদের পণ্য বা সেবার বিষয়টি জানাতে এবং আপনাদের মন্তব্য এবং সংক্ষিপ্ত বিবরণ দিয়ে আপনাদের মূল্য সৃষ্টি করে তাদের পণ্য বা সেবার ক্ষেত্রে আপনাদের আগ্রহ উত্পাদন করে।
ডিজিটাল (অনলাইন ) মার্কেটিং কি ?
“ডিজিটাল মার্কেটিং হলো পণ্য এবং সেবাগুলি ডিজিটাল চ্যানেল ব্যবহার করে প্রচার করার কাজ, যেমন সোশ্যাল মিডিয়া, এসইও, ইমেল এবং মোবাইল অ্যাপ। যেকোনো ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে মার্কেটিং করা হলে এটি ডিজিটাল মার্কেটিং হিসাবে বিবেচিত হয়।
এটি অনলাইন এবং অফলাইনে করা যেতে পারে; প্রকৃতপক্ষে, একটি সুসংহত ডিজিটাল মার্কেটিং কৌশলের জন্য উভয় প্রকারই গুরুত্বপূর্ণ।
আপনি কি ডিজিটাল মার্কেটিং সম্পর্কে আরও জানতে চান? ডিজিটাল বিপণনের সাথে পরিচিত হওয়ার জন্য আপনার যা যা জানা দরকার তা এই নির্দেশিকাটি কভার করবে।
ডিজিটাল (অনলাইন ) মার্কেটিং কিভাবে করা যায় ?
১। বিজ্ঞাপন দিয়েঃ ব্যানার এড, লিঙ্ক এড এগুলো দিয়েই একটা নতুন সাইট মানুষের কাছে পৌছায়। ধরা যাক আপনি আজ সাইট বানাইলেন, কেউ না চেনা টাই স্বাভাবিক । তো একটা পপুলার সাঈটে সেটার এড দিয়া দেখেন পরদিন কেউ চেনে কিনা আপনারে।
২। মুখে মুখেঃ মুখে মুখে বললে কি সেটারে অনলাইন ক্যাটাগরীতে ফেলানো যাবে কিনা সন্দেহ আছে আমার। তবে এমন একটা সময়ের কথা চিন্তা করেন যখন আপনার সহ হাতে গোনা কয়েক টা সাইট আছে অনলাইনে। তখন কিন্তু এই মানুষের মুখে মুখে, একজন থেকে ৫ জন শূনেই একটা সাইট বড় হতো। এমন কি ইকমার্স জায়ান্ট “এ্যামাজন” এর শুরুটাও কিন্তু ঠিক এভাবেই।
৩। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনঃ বড় সাইট গুলো ( সোসাল ইঞ্জিন গুলো বাদ দিয়ে) এমনকি আমার সাইটে আমিও দিনের শতকরা এই ধরুন ৭০ ভাগ ভিজিটর পাই সার্চ ইঞ্জিন থেকে। আর একটা সাইটের কোয়ালিটির পরে এটা সবথেকে বড় ব্যাপার। এ নিয়ে অনেকেই লেখেন টেকটিউন্সেই, খুজে দেখুন অনেক লেখা পাবেন। ( যদিও আমার ভয়, কজন যে পুরোটা জেনে লেখেন, কজন তো লিঙ্ক সাবমিট করার বুদ্ধি দিয়েই খালাস, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন খুবি সেন্সিটিভ ব্যাপার, না বুঝলে সাবধান । একটা ভুল ব্যাকলিঙ্ক ও পিছিয়ে দিতে পারেন আপনাকে অনেকখানি)
নেগেটিভ মার্কেটিং কি ?
এ নিয়ে অনেকের ই কোন ধারনা নাই। যে ধরনের মার্কেটিং আপনার লাভের বদলে ক্ষতি করতেছে সেটা একরকম নেগেটিভ মার্কেটিং। অনলাইনে এটা মারাত্বক সেন্সিটিভ ব্যাপার।
একটা উদাহারনঃ
মন খারাপ করবেন না, ভালোর জন্য ই বলতেছি। ধরেন আমার এই টিউনে আপনি আপনার সাইটের মার্কেটিং করলেন। মানে কোন কমেন্টের ফাকে লিঙ্ক দিয়া অন্যদের বললেন ভিজিট করতে। এটা একরকম নেগেটিভ মার্কেটিং। আমি কিন্তু মনে করবো এরকম “ কি সাইট বানাইছে, কেউ যায় না, আমার টিউনে আসছে ভিজিটর খুজতে “
বুঝেন নি ? এরপর আপনার সাইট যতটাই ভালো হোক না, যেহেতু আমি ভেবে নিছি ওটা আজাইরা কিছু, সেকেন্ড টাইম আমি আপনার সাইটে যাবো এটা ভাবাই ভুল হবে। আপনি লাইফ টাইমের জন্য একজন ভিজিটর হারাইলেন শুধু মাত্র একবার পেইজ ভিউ পাবার জন্য।
অনলাইন মার্কেটিং