Shop

Before Start

Tech TV

টেক ভিডিও

Samsung Galaxy M14 ঃ রিভিউ

Samsung Galaxy M14 ঃ রিভিউ

বন্ধুরা জানেন কি? কিছুদিন আগে স্যামসাং কোম্পানি অত্যাধুনিক সব ফিচার নিয়ে তাদের নতুন একটি ফোন লঞ্চ করেছে ? আমাদের আজকের রিভিউটি কিন্তু এই ফোনটিকে ঘিরেই।যেটি তার মানের তুলনায় বেশ সাশ্রয়ী। তো চলুন দেখা যাক, স্যামসাং তাদের সদ্য লঞ্চ করা Galaxy M14 এ কি কি ফিচার রেখেছে!

বলা হচ্ছে, সদ্য বাজারে আসা Galaxy M14 ফোনটি ক্রেতাদের সুযোগ করে দেবে সাধ্যের মধ্যে 5G স্মার্টফোন ইউজের বেস্ট এক্সপিরিয়েন্সের । বর্তমান বিশ্বে যেখানে Redmi এবং Realme-এর ডিভাইসগুলি দাপিয়ে বেড়াচ্ছে,সেখানে এত কম বাজেটের একটি স্যামসাং ফোন কি আদৌ টিকে থাকতে পারবে? আর সে প্রশ্নের উত্তর খুজতেই আমার আজকের এই রিভিউ।

প্রথমেই আমরা আলোচনা করি এর ডিজাইন নিয়ে।খুব ফ্যান্সি কিছু করার চেষ্টা না করা হলেও, ফোনটির ডিজাইন করা হয়েছে কিন্তু ক্রেতাদের প্র্যাক্টিক্যাল ইউজের কথা মাথায় রেখেই।

14,000 টাকা রেঞ্জের মধ্যে ভারতের সবচেয়ে পাতলা দেখতে এই ফোন। অল্প বাজেটের হওয়া সত্ত্বেও এর ডিজাইনটি ফ্ল্যাগশিপ S23 সিরিজের সাথে বেশ সামঞ্জস্যপূর্ণ। আর এর ব্যাক পার্টে থাকা ট্রিপল ক্যামেরার একজন বড়সড় ভক্ত আমি।

এই দামের মধ্যে বেশিরভাগ ফোনের মতো, Galaxy M14 এর একটি প্লাস্টিকের বডি রয়েছে। তবে অন্যান্য ব্র্যান্ডের মতো , দক্ষিণ কোরিয়ার এই টেক কোম্পানিটি কখনোই ব্যাপারটি নিয়ে বিশেষ মাথা ঘামায় নি এবং এটিকে গ্লাস ব্যাক প্যানেলের মতো দেখানোর চেষ্টাও করে নি। Galaxy M14 এর চকচকে ব্যাক প্যানেলটি এক ধরনের স্মাজ ম্যাগনেট , এতে রয়েছে প্রচুর গ্রিপ যাতে করে ফোনটি সহজে হাত থেকে পিছলে যাবার ভয় নেই।

একটি মিড রেঞ্জ ফোন এর ক্ষেত্রে যেমনটি সবাই আশা করে ,Galaxy M14 ফোনে ঠিক তেমনই রয়েছে একটি ডেডিকেটেড মাইক্রোএসডি কার্ড স্লট এবং একটি 3.5 মিমি হেডফোন জ্যাক। এছাড়াও এতে রয়েছে সাইড-মাউন্ট করা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। সবমিলিয়ে বলা যায় ,স্যামসাং গ্যালাক্সি M14 স্মার্টফোন তাদের ফিচারিং এর ক্ষেত্রে বিন্দু মাত্র আপস করে নি, যার জন্য এটি ব্যাবহারে আপনারা পেতে পারেন স্মার্ট ফোন ইউজের বেস্ট এক্সপিরিয়েন্স।।

এবার এর ডিসপ্লের দিকে নজর দেয়া যাক। সত্যি বলতে এ ক্ষেত্রে কিছু ডেভলপমেন্টের প্রয়োজন রয়েছে।

ফোনটিতে 90Hz রিফ্রেশ রেট সহ একটি লার্জ 6.6-ইঞ্চি FHD+ স্ক্রীন রয়েছে। তার সাথে এটিতে কর্নিং গরিলা গ্লাস 5 প্রোটেকশনও রয়েছে। যা এই রেঞ্জের ফোনগুলির ক্ষেত্রে পাওয়া বেশ বিরল। তবে এর ডেটেড ইনফিনিটি ভি নচ , চাঙ্কিয়্যের বেজেল, এবং সাবপার ব্রাইটনেসের জন্য এই ফোনের থেকে বেশ কয়েক পয়েন্ট কেটে নিতেই হয়।

Galaxy M14-এর ডিসপ্লে বেশিরভাগ ক্ষেত্রেই যেমন গেমিং, কনটেন্ট কোনসাম্পশন বা সোশ্যাল মিডিয়া স্ক্রোলিংয়ের সময় বেশ ভাল পারফরমেন্স দেয় যতক্ষণ আপনি এটি ইনডরে ব্যবহার করবেন। তবে বাইরের পরিবেশে ,যেমন সরাসরি সূর্যের আলোয় , ডিসপ্লেটি খুব একটা ভাল পারফর্ম করে না।

এবার আসি এর ক্যামেরাতে । আমি বলব আপাতত এটিকে মোটামুটি একটি এক-ক্যামেরা বিশিষ্ট ফোন বলেই বিবেচনা করুন।
ট্রিপল ক্যামেরা মডিউল Galaxy M14 কে একটি প্রিমিয়াম লুক দেয়। যদিও এর স্পেক্স শিট অন্য কিছু বলে। ফোনটিতে f/1.8 অ্যাপারচার সহ একটি 5০ মেগা পিক্সেল ্প্রধান ক্যামেরা রয়েছে আর এর সাথে দুটি 2 মেগা পিক্সেলের ক্যামেরাও রয়েছে। আর এর সামনে র‍য়েছে f/2.0 অ্যাপারচার সহ একটি 13 মেগা পিক্সেল সেলফি ক্যামেরা।

যদি এর ক্যামেরা পারফরম্যান্সের কথা বলতে হয় তবে বলব , এর ক্যামেরা পারফর্মেন্স খুব স্পেশাল কিছু নয় । তবে তার মানে এই নয় যে এর ক্যামেরা কোয়ালিটি খুবই খারাপ । লাইটিং ভাল থাকলে এর শটগুলো বেশ ভাল আসে । এর ক্যামেরার পারফরম্যান্স বিচার করবার জন্য আমি আপনাদের জন্য নিচে কিছু স্যাম্পল ছবি দিয়ে দিলাম।

তবে এটা বলতেই হয় Galaxy M14 ফোনটি যথেষ্ট পাওয়ারফুল।

যদিও Exynos 1330 একে কোন এওয়ার্ড উইনিং পারফরমেন্স বলছে না, তবুও ফোনটি কিন্তু এর পারফরম্যান্স বেশ দুর্দান্তভাবেই করে যাচ্ছে। ইচ্ছেমত সোশ্যাল মিডিয়া স্ক্রোলিং, ভিডিও স্ট্রিমিং, মিউজিক স্ট্রিমিংয়ের মতো কাজগুলো ক্রমাগত করার পরেও, ডিভাইসটি খুব একটা গরম হয়না।

যদিও এটি 90fps-এ BGMI দেবার মত ফোন নয়, তবুও আপনি যদি একজন রেগুলার গেমার হন তবে আপনি কিন্তু নির্দ্বিধায় ফোনটি ইউজ করতে পারেন।

ফ্ল্যাগশিপ ক্লাস সফ্টওয়্যার এক্সপিরিয়েন্সঃ

Galaxy M14 ফোনটি Android 13 বেসড OneUI 5.1 এবং স্যামসাং কোম্পানি এটি নিশ্চিত করেছে যে ফোনটি দুটি মেজর Android OS আপডেট এবং চার বছরের সিকিউরিটি আপডেট পাবে। এর সফ্টওয়্যারটি ওয়েল অপ্টিমাইজড এবং বেশিরভাগ ক্ষেত্রেই ফোনটিকে বেশ আকর্ষনীয় এবং চমকপ্রদ মনে হয়।তবে বেশ দামী Samsung ফোনের সাথে তুলনা করলে, Galaxy M14 ফোনটিতে ব্লোটওয়্যারের কিছুটা সমস্যা আছে বলা চলে।

এক্সিলেন্ট কানেক্টিভিটি এবং উচ্চ্মানের ব্যাটারি ঃ

এটি একটি 5G স্মার্টফোন এবং এতে NSA এবং SA 5G দুটো নেটওয়ার্কই সাপোর্ট করে৷ সহজ কথায়, এতে Samsung Galaxy M14 Jio এবং Airtel 5G দুটো নেটওয়ার্কই সাপোর্ট করে। আমার কাছে আশ্চর্যের বিষয় এটা লেগেছে যে এর চেয়ে প্রায় 10 গুণ দামী Galaxy S23 Ultra-এর তুলনায়,আমি Galaxy M14-এ Jio নেটওয়ার্কে হাইস্পিড 5G পেয়েছি ।

ব্যাটারি লাইফের ক্ষেত্রে, এই রেঞ্জে 25W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 6,000 mAh ব্যাটারির ব্যাকআপ এই ফোনের অন্যতম মূল আকর্ষন । এক বার চার্জ দিলে এটি মোটামুটি দুই দিনের বেশি সময় ধরে চলে। যারা হেভি ইউজার তারাও এই ফোনটি প্রায় দেড় দিন চালাতে পারবেন। ফোনটিতে একটি USB কেবল রয়েছে এবং চার্জারটি আলাদাভাবে কিনতে হবে।

তো সব দিক বিবেচনা করে বলাই যায়, এই বাজেটের 5G ফোনের মধ্যে এটি বেশ ভালো একটি সাজেশন হতে পারে।
প্রতিযোগিতামূলক বাজার এবং সমসাময়িকদের ফোনগুলোর সাথে হেড-টু-হেড টক্কর দেবার মত। সবমিলিয়ে আপনি যদি এর ডিসপ্লে এবং একটি মনো স্পিকার উপেক্ষা করতে পারেন তবে, Galaxy M14 আপনার কাছে হয়ে উঠতে পারে একটি দুর্দান্ত ফোন, বিশেষ করে যারা চমৎকার ব্যাটারি লাইফ সহ একটি 5G ফোন খুঁজছেন তাদের জন্য।

Facebook
Twitter
WhatsApp
Email

সাইট সংক্রান্ত যে কোন তথ্য ও আপডেট জানতে ফলো করুন আমাদের ফেসবুক পেইজ এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইভ করুন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ